Jaspreet Bumrah: রেকর্ড ভাঙার জন‍্য বুমরাহকে টুইটারে অভিনন্দন লালার

0
1

শনিবার ভারত-ইংল‍্যান্ড ( India-England) টেস্টের দ্বিতীয় দিনে ব‍্যাট হাতে কামাল দেখিয়েছেন যশপ্রীত বুমরাহ (Jaspreet Bumrah)। এজবাস্টন টেস্টে ব‍্যাট হাতে ভেঙেছেন প্রাক্তন ক্রিকেটার ব্রায়ান লারার (Brian Lara) রেকর্ড। এমনকি একটা সময় বুম বুম বুমরার ব‍্যাট মনে করাচ্ছিল ভারতের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিং এর ছয় বলে ৩৬ রানের ইনিংসও। সেই বুমরাহকে অভিনন্দন জানালেন ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা। তাঁর রেকর্ড ভাঙার জন‍্য টুইটারে তিনি বুমরাহকে অভিনন্দন জানিয়েছেন।

টুইটারে লারা লেখেন,” টেস্টে এক ওভারে সর্বাধিক রান গড়ার বিশ্বরেকর্ডের জন্য তরুণ যশপ্রীত বুমরাহকে অনেক অভিনন্দন। ওকে অভিনন্দন জানাতে আপনারাও আমার সঙ্গে যোগ দিন।”

২০০৩ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে বাঁ-হাতি স্পিনার রবিন পিটারসেনের এক ওভারে লারা করেছিলেন ২৮ রান। সেই রেকর্ডই ভেঙে দেন বুমরাহ। শনিবার এজবাস্টন টেস্টে ইংল্যান্ডের পেসার ব্রডের ওভারে ব্যাটে ২৯ রান করেন বুমরাহ। একরান বেশি করে ভেঙে দেন লারার রেকর্ড। ব্রড ওই ওভারে ওয়াইডে পাঁচ রান এবং নো বলে এক রান দেন। যার জেরে ওই ওভারে ইংল্যান্ডের পেসার দেন ৩৫ রান। ব্রডের ওভারের রানের চিত্র ছিল এরকম—৪,৫,৭,৪,৪,৪,৬,১।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস