ভূমি দফতরের জমি সমস্যা সমাধানে সব জেলার জেলাশাসকদের বৈঠক ডাকলেন মুখ্যসচিব

0
3

ভূমি দফতরের সমস্যা নিয়ে পর্যালোচনা করতে আগামী বুধবার সমস্ত জেলার জেলাশাসকদের বৈঠকে ডাকলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সম্প্রতি পুরুলিয়া জেলায় গিয়ে জমি মিউটেশন-সহ একাধিক বিষয় নিয়ে ক্ষোভ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ওই বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যসচিবকে জমি সমস্যা সমাধানের জন্য আলাদা কমিটি গঠন করার নির্দেশ দেন । সেই কারণে নবান্ন জানতে চাইছে এই মুহূর্তে কোন জেলায় কত শতাংশ জমির মিউটেশন আটকে রয়েছে । আর সে কারণেই আগামী ৬ জুলাই নবান্নে এই বৈঠক ডাকা হয়েছে । জানা গিয়েছে, এই বৈঠকে বিভিন্ন জেলার জেলাশাসকরা ছাড়াও থাকবেন সমস্ত জেলার ডিএলআরওরা।

সম্প্রতি পুরুলিয়া সফরে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, জমি পরিষেবা নিয়ে জেলায় জেলায় ভূমি বিভাগের এক শ্রেণির কর্মী-অফিসারের অনৈতিক কাজকর্ম নিয়ে অভিযোগ আসছে প্রায় প্রতিদিন । তিনি মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে এই বিষয়ে নজরদারি কমিটি গঠনের নির্দেশ দেন । তাই ব্লক থেকে জেলাস্তর পর্যন্ত ভূমি দফতরের কার্যালয়গুলিতে পরিষেবা নির্দিষ্ট সময়ে পৌঁছে দিতে নজরদারি কমিটি গড়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।এই কাজে যুক্ত করা হচ্ছে পুলিশকেও । সামগ্রিক নজরদারির দায়িত্বে থাকবেন জেলাশাসক।

আরও পড়ুন- স্বনির্ভর গোষ্ঠীকে আর্থিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে উত্তরপ্রদেশ-গুজরাটকে পিছনে ফেলে দিল বাংলা

একই ভাবে নজরদারি কমিটি গড়া হচ্ছে ব্লকস্তরেও । এ ক্ষেত্রে নজরদারি কমিটির চেয়ারম্যান করা হয়েছে সংশ্লিষ্ট ব্লক উন্নয়ন আধিকারিককে। ব্লক স্তরের ভূমি ও ভূমি সংস্কার অফিসার হবেন কমিটির আহ্বায়ক । সদস্য হবেন সংশ্লিষ্ট থানার আইসি অথবা ওসি । সপ্তাহে এক দিন সমন্বয় বৈঠক করবেন কমিটির সদস্যেরা । ব্লক স্তরে বকেয়া থাকা জমির মিউটেশন-কনভারশনের নিষ্পত্তি, মুখ্যমন্ত্রীর দফতর এবং ভূমি দফতরে জমা পড়া অভিযোগের মীমাংসা, পাট্টা বণ্টন, আদিবাসীদের জমির দখল ঠেকানো, স্থানীয় ভূমি দফতরের অফিস ঘিরে অনৈতিক কার্যকলাপ, বালি-পাথর-মাটি কাটা, অবৈধ ভাবে জলাজমির চরিত্র বদলানোর মতো ঘটনার উপরে নজর রাখবে ওই কমিটি ।