প্রত্যাশিত ছিল। শিন্ডের মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী পদে বসার পর এই বড় জয় আশা করেছিল রাজনৈতিক মহল। তাই হল। একনাথ শিন্ডের সাহায্য নিয়ে ১৬৪টি ভোট পেয়ে স্পিকার পদে নির্বাচিত হলেন বিজেপির রাহুল নরওয়েকার। যা একনাথ শিন্ডেদের প্রথম জয়।কংগ্রেস-এনসিপি- উদ্ভব ঠাকরের শিবসেনার জোট প্রার্থী পান মাত্র ১০৭টি ভোট।

আরও পড়ুন:ভারতের ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ আমেরিকার, ‘ভ্রান্ত-বিভ্রান্তিকর তথ্য’, পাল্টা নয়াদিল্লি

রাহুল নরওয়েকার প্রথমবারের বিজেপি বিধায়ক। তিনি অতীতে শিবসেনা নেতা আদিত্য ঠাকরের ঘনিষ্ঠ ছিলেন। ১৫ বছর শিবসেনায় ছিলেন তিনি। ২০১৪ সালে বিধানসভা ভোটের টিকিট না পেয়ে শিবসেনা ছেড়েছিলেন। যোগ দিয়েছিলেন এনসিপিতে। এরপর স্পিকার পদে তিনি জয়ী হলেন। এদিন স্পিকার হিসাবে রাহুল নরওয়েকর দায়িত্বভার গ্রহণ করার পরই মহারাষ্ট্র বিধানসভায় ‘জয় শ্রীরাম’, ‘জয় ভবানী, জয় শিবাজী’ ধ্বনি ওঠে।



এদিকে, আজ শুধু স্পিকার নির্বাচনের ফলাফল নিয়ে আগামীকাল আস্থা ভোটের আগেই সুপ্রিম কোর্টে যেতে পারে উদ্ধব গোষ্ঠী। নতুন স্পিকারের সভাপতিত্বে হওয়ার কথা একনাথ শিন্ডে সরকারের আস্থা ভোট। এদিন ভোটদান থেকে বিরত থাকে এআইএমআইএম এবং সমাজবাদী পার্টি।





































































































































