রেল যাত্রীদের দুর্ভোগ যেন কাটতেই চাইছে না। কিছুদিন আগেই ইন্টারলকিং (Interlocking) এর কাজের জন্য ব্যান্ডেল শাখায়(Bandel Division) রেল চলাচল ব্যাহত হয়। যার সরাসরি প্রভাব পড়েছিল হাওড়া (Howrah)ডিভিশনের রেল চলাচলে। এবার শিয়ালদহ দমদম (Sealdah Dumdum) শাখায় ট্রেন চলাচল বিঘ্নিত হতে চলেছে। দক্ষিণ পূর্ব রেল (South eastern railway) সূত্রে খবর প্রায় ৩৮ টি লোকাল ট্রেন বাতিল হচ্ছে।
আজ রাত সাড়ে ১১টা থেকে আগামিকাল অর্থাৎ রবিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত শিয়ালদহ ও দমদমের মধ্যে চলবে না কোনও লোকাল। লোকাল ট্রেনের পাশাপাশি ৬টি মেল ট্রেন নির্ধারিত সময় থেকে অনেকটা দেরিতেই ছাড়বে বলে রেলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। এই তালিকায় রয়েছে মালদা টাউন-শিয়ালদহ গৌড় এক্সপ্রেস, নিউ জলপাইগুড়ি-শিয়ালদহ দার্জিলিং মেল, আলিপুরদুয়ার-শিয়ালদহ কাঞ্চনকন্যা এক্সপ্রেস, বালিয়া-শিয়ালদহ এক্সপ্রেস।
নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ পদাতিক এক্সপ্রেস, শিয়ালদহ থেকে আগরতলাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। লোকাল ট্রেনের মধ্যে দু জোড়া রানাঘাট লোকাল, এক জোড়া হাবরা লোকাল, দু জোড়া ডানকুনি লোকাল,দু জোড়া কল্যাণী সীমান্ত লোকাল, এক জোড়া হাসনাবাদ লোকাল, দু জোড়া দত্তপুকুর লোকাল, এক জোড়া শান্তিপুর লোকাল, দু জোড়া ব্যারাকপুর লোকাল, ৫টি নৈহাটি লোকাল, এক জোড়া বারাসাত লোকাল, এক জোড়া শান্তিপুর লোকাল সহ আরও বেশকিছু ট্রেন বাতিল থাকবে। যদিও শনি এবং রবিবার যাত্রী সংখ্যা কম থাকবে তাই খুব একটা দুর্ভোগের মুখে পড়বেন না নিত্যযাত্রীরা বলে আশা রেলের।