FBI- এর প্রথম ১০ ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় একমাত্র মহিলা! কে এই ‘ক্রিপ্টোকুইন’?

0
1

বৃহস্পতিবার এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড ১০ জন অপরাধীর তালিকায় ঢুকে পড়েছেন এই সুন্দরী। এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড ১০ জন অপরাধীর তালিকায়  তিনি একমাত্র মহিলা। তিনি পরিচিত ‘ক্রিপ্টোকুইন’ নামে। অভিযোগ, ভুয়ো অর্থলগ্নি সংস্থা খুলে  বিনিয়োগকারীদের কোটি কোটি ডলার আত্মসাৎ করেছেন। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩১ হাজার ৬১৪ কোটি টাকা। কিন্তু কে এই ‘ক্রিপ্টোকুইন’?

এফবিআইয়ের তালিকায় ‘ক্রিপ্টোকুইন’ নামে পরিচিত এই মহিলার আসল নাম রুজা ইগনাতোভা। তিনি একাধারে বুলগেরিয়া এবং জার্মানির নাগরিক। রুজার বিরুদ্ধে মূল অভিযোগ হল, ভুয়ো সংস্থা খুলে বিনিয়োগকারীদের কোটি কোটি ডলার ‘লুট’ করা। ২০১৭ সালের অক্টোবরে আচমকাই গায়েব হয়ে যান ‘ক্রিপ্টোকুইন’। তারপর থেকে হন্যে হয়ে খুঁজেও তাকে ধরতে পারেনি ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন- এফবিআই। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাটি।এফবিআই জানিয়েছে, যে বা যাঁরা ‘ক্রিপ্টোকুইন’ সম্পর্কে কোনও তথ্য দেবেন, তাঁকে এক লক্ষ ডলারের পুরস্কার দেওয়া হবে৷ ভারতীয় মুদ্রায় যার মূল্য ৭৯ লক্ষ টাকারও বেশি।

এফবিআইয়ের পাশাপাশি ইউরোপীয় গোয়েন্দাদের নজরে রয়েছেন রুজা। মে মাসে তাকে মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত করে ইউরোপোল। সঙ্গে গ্রেফতারিতে সাহায্য হয়- এমন তথ্য দিতে পারলে চার লক্ষ ডলারেরও বেশি পুরস্কারমূল্য ঘোষণা করে। তবে ইউরোপ হোক বা আমেরিকা, কোনো দেশের গোয়েন্দারাই রুজাকে পাকড়াও করতে পারেননি।

আরও পড়ুন- শুভেন্দু দীর্ঘায়ু হোক, সারদা-নারদা কেলেঙ্কারিতে সুস্থ শরীরে শ্রীঘরে যাক!” কটাক্ষ কুণালের