ধার্মিক একতা রথযাত্রার মাধ্যমে সমাজের অবহেলিত এবং উপেক্ষিত অংশ তথা ট্রান্সজেন্ডার, যৌনকর্মী, পথশিশু, আদিবাসীদের সংগ্রাম এবং যন্ত্রণাকে তুলে ধরা হয়েছে। তবে এই রথে নির্দিষ্ট কোনও ঠাকুরের মূর্তি নেই। তার পরিবর্তে রয়েছে বিভিন্ন ধর্মীয় বিশ্বাসের প্রতীকী যেমন, কোরান, বাইবেল, গীতা, গ্রন্থসাহেব এবং আরও অনেক কিছু।

প্রসঙ্গত এই রথের উদ্যোক্তা তথা ধার্মিক একতা সংসদের প্রথম জাতীয় অধিবেশন হচ্ছে ৮ই আগস্ট ২০২২ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সেই অনুষ্ঠানে সমস্ত ধর্মের বিশিষ্ট আধ্যাত্মিক নেতা এবং গুরুরা এই শুভ অনুষ্ঠানের জন্য বক্তা হিসাবে উপস্থিত থাকবেন।
আরও পড়ুন- দেশজুড়ে ভয়ঙ্কর অসহিষ্ণুতার পরিবেশে উদ্বিগ্ন অমর্ত্য সেন! ব্যাখ্যা দিলেন নোবেলজয়ী







































































































































