উদয়পুরকাণ্ডে সরাসরি যোগ বিজেপির: টুইটে যুবকের ছবি পোস্ট করে তোপ অভিষেকের 

0
6

উদয়পুরের নৃশংস-কাণ্ডে সরাসরি যোগ রয়েছে বিজেপির (BJP)। ঘটনায় অভিযুক্ত যুবকের ছবি নিজের টুইটার হ্যান্ডেলে (Twitter Handle) পোস্ট করে তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শনিবার, বিকেলে টুইট করে আরও একবার হাটে হাঁড়ি ভাঙলেন বিজেপির (BJP)। একাধিক ছবি পোস্ট করেছেন অভিষেক। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে, অন্য কয়েকজনের সঙ্গে বিজেপির উত্তরীয় পরে দাঁড়িয়ে আছে অভিযুক্ত। বিজেপিকে তীব্র আক্রমণ শাণিয়ে অভিষেক লেখেন,

“না, ওরা ঐক্য চায় না

না, ওরা সম্প্রীতি চায় না

না, ওরা গণতন্ত্র চায় না

ওরা দেশকে ভাগ করতে চায়।

ঘৃণা ছড়ানো, অপপ্রচার ও বিভেদমূলক রাজনীতির জন্য দায়ী বিজেপি ভয়ঙ্কর উদয়পুর হত্যাকাণ্ডে সরাসরি যুক্ত।“

ধর্মের নামে দেশভাগের ষড়যন্ত্র সমানে চালিয়ে যাচ্ছে বিজেপি। রাজস্থানের উদয়পুরের নৃশংস কাণ্ড দেখে শিউরে উঠেছে গোটা দেশ। অথচ বিজেপি নির্বিকার। বিজেপি শুধু ভাগাভাগির রাজনীতি চায়। দেশের এই পরিস্থিতির জন্য বিজেপিই দায়ী বলে তোপ দাগেন অভিষেক।