বছরে এই একটি দিন বীরভূমের (Birbhum) তারাপীঠে তারামায়ের বিগ্রহকে গর্ভগৃহের বাইরে আনা হয়। সেই রীতিমেনে শুক্রবার, সকাল থেকে তারাপীঠে মহাসমারোহে পালিত হচ্ছে রথযাত্রার উৎসব।
সকাল থেকেই বিশেষ রীতি মেনে ধুমধাম করে শুরু হয়েছে পুজো। শুধুমাত্র রথযাত্রার দিনেই তারামায়ের বিগ্রহকে রথে বসিয়ে তারাপীঠে (Tarapith) ঘোরানো হয়। গত ২ বছর কোভিডের (Covid) কারণে এই রীতি পালন করা যায়নি। এবার সেই কারণে ঘটা করেই পালন করা হচ্ছে রথযাত্রা উৎসব।
আরও পড়ুন- মুখ্যমন্ত্রী হতে না পেরে অভিমানে ফুঁসছেন ফড়ণবীশ, দাবি শরদ পাওয়ারের
প্রথমে রাজবেশে ফুল দিয়ে সাজানো হয় বিগ্রহকে। এদিন, জিলিপি ভোগ নিবেদন করা হয়। সেইসঙ্গে দেওয়া হয় পাঁচরকম মিষ্টি এবং পাঁচরকম ফলের থাকে নৈবেদ্যে। রথের ওপর প্রতিমাকে বসিয়ে করা হয় আরতি।
বছরে এই একবারই বিগ্রহকে গর্ভগৃহের বাইরে আনা হয়। সেই কারণে শুক্রবার সকাল থেকে প্রচুর ভক্ত সমাগম হয়েছে তারাপীঠে। মন্দির চত্বরে ভক্ত সমাগম হয়েছে।








 
 
 
 
 
 
 































































































































