দুবছর পর পুরীতে ফের রথের রশিতে টান

0
1

অতিমারি কারণে দুবছর বন্ধ ছিল পুরীর রথযাত্রা। তবে এবার করোনার বাড়বাড়ন্ত কমতেই পুরীতে শুরু হয়েছে রথযাত্রা। আজ থেকেই ভগবান বলরাম, দেবী সুভদ্রা ও জগন্নাথের রথযাত্রা শুরু হয়েছে। মহসমারোহে নয় দিনব্যাপী চলবে এই রথযাত্রার অনুষ্ঠান। উৎসবে সামিল হতে ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুরীতে জমায়েত করতে শুরু করেছেন পুণ্যার্থীরা।


আরও পড়ুন: PSLV-35 : তিনটি স্যাটেলাইটের সফল উৎক্ষেপন, নতুন মাইলফলক ইসরো-র 


বিভিন্ন আচার-অনুষ্ঠানের পর জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার রথ বৃহস্পতিবারই শ্রীমন্দিরের সিংহ দরজার সামনে রাখা হয়েছে। আজ থেকে শুরু হবে যাত্রা। এই উপলক্ষে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে ওড়িশা পুলিশ। এদিকে এই উপলক্ষে, পুরীর বিভিন্ন হোটেলে উপচে পড়ার মত ভিড় জমিয়েছেন পুণ্যার্থীরা।