আজ থেকেই দেশজুড়ে ব্যান হল প্লাস্টিক। পরিবেশকে বাঁচাতে এইটুকু অসুবিধা সহ্য করে নিতে হবে আমাদের। প্লাসিকের বিকল্পে কী ব্যবহার করা যেতে পারে? এ নিয়ে প্রশ্ন থেকেই যায়।একনজরে দেখে নিন কী কী আর পাওয়া যাবে না-
আরও পড়ুন:দাম কমলো বাণিজ্যিক গ্যাসের, অপরিবর্তিত ১৪ কেজি সিলিন্ডারের দাম
১) যে কোনও অনুষ্ঠানে আমরা পেতাম প্লাস্টিকের কাপ, ডিশ, কাঁটা, চামচ। এই সব প্লাস্টিকজাত দ্রব্যের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে।
২)মিষ্টির বাক্স, সিগারেটের প্যাকেটের ওপর যে প্লাস্টিকের একটা আস্তরন থাকে, সেটা এবার থেকে নিষিদ্ধ হল। বিকল্পের ব্যবস্থা করতে হবে প্রস্তুতকারকদের।
৩)ইয়ার বাডস ব্যবহার করা হয়, সেখানে কাঠিটি হয় প্লাস্টিকের। তাই সেটিও ব্যান হয়ে গিয়েছে।
৪)প্লাস্টিকের স্ট্র, কাঠি ইত্যাদি সবকিছুই এখন নিষিদ্ধ। সে বেলুন হোক বা কোল্ড ড্রিংক্স, এবার থেকে বিকল্পের খোঁজ করতে হবে।
৫) থার্মোকল বাড়িতে বিভিন্ন কাজে লাগে। এবার সেটাও আর থাকবে না।