ফের রেকর্ড গড়লেন টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics) সোনার পদক জয়ী নীরজ চোপড়া (Neeraj Chopra)। বৃহস্পতিবার ডায়মন্ড লিগে (Daimond League) জাতীয় রেকর্ড ভাঙলেন তিনি। সুইডেনে ডায়মন্ড লিগে ৮৯.৯৪ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে রেকর্ড গড়লেন নীরজ। অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ এর আগে ৮৯.৩০ মিটার দূরে জ্যাভলিন ছুড়েছিলেন। ডায়মন্ড লিগে রেকর্ড গড়লেও সোনা জেতা হয়নি নীরজের। রুপোর পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হল তাকে। ৯০.৩১ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে সোনা জেতেন পিটার্স।

বৃহস্পতিবার ডায়মন্ড লিগে রুপো জয়ের পর নীরজ বলেন, “আমার খুব ভালো লাগছে। প্রথম রাউন্ডে ৮৯.৯৪ মিটার ছুড়েছিলাম, ৯০ মিটারের কাছে। খুব ভালো লাগছে। আমি ভেবেছিলাম যে আজ আমি ৯০ মিটারের বেশি দূরত্ব অতিক্রম করতে পারব। ঠিক আছে, এই বছর আরও প্রতিযোগিতায় নামব আমি। ট্রেনিং ভালো হচ্ছে। ধীরে-ধীরে উন্নতি ভালো।”
২০১৮ সালের পর প্রথমবার ডায়মন্ড লিগে নেমেছিলেন নীরজ। সেবার জুরিখে চতুর্থ হয়েছিলেন তিনি।
আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস


















































































































































