মণিপুরের ধসে মৃত দার্জিলিংয়ের ৯ জওয়ান, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

0
1

মণিপুরে ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬। নিহতদের মধ্যে ৯ জন জওয়ান দার্জিলিংয়ের বাসিন্দা বলেই জানা গিয়েছে‌। নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ট্যুইট করে মুখ্যমন্ত্রী লিখেছেন, “মণিপুর ভূমিধসে নিহতের মধ্যে দার্জিলিং পাহাড়ের নয়জন জওয়ান (১০৭ টেরিটোরিয়াল আর্মি ইউনিট) রয়েছে জেনে হতবাক। জওয়ানদের মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করছি। আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

বুধবার গভীর রাতে মণিপুরের টুপুলে নির্মীয়মাণ রেল স্টেশনের কাছে ভয়াবহ ধস নামে। সেখানেই কাজ করছিলেন ভারতীয় সেনা বাহিনীর ১০৭ নম্বর ব্যাটেলিয়নের টেরিটোরিয়াল আর্মির সদস্যরা। ধসের কারণে আটকে পড়েন একাধিক জওয়ান। এখনও পর্যন্ত ১৮ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

আরও পড়ুন- মণিপুরের ধসের জেরে রাজ্যের ৪ বাসিন্দা সহ মৃতের সংখ্যা বেড়ে ১৬,চলছে উদ্ধারকাজ