দাম কমলো বাণিজ্যিক গ্যাসের, অপরিবর্তিত ১৪ কেজি সিলিন্ডারের দাম

0
1

চাপে পড়ে শেষমেশ দাম কমাতে বাধ্য হল কেন্দ্র। মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে আজ থেকে কমলো বাণিজ্যিক রান্নার গ্যাসের (Commercial cylinder rates) দাম। এক ধাক্কায় প্রায় ২০০ টাকা কমছে দাম। দেশের অয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, ১৯ কেজির রান্নার গ্যাসের দাম কমছে ১৮২ টাকা। যদিও অপরিবর্তিত থাকছে ১৪ কেজির রান্নার গ্যাসের দাম।


আরও পড়ুন: দুবছর পর পুরীতে ফের রথের রশিতে টান


তেল সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, ১ জুলাই থেকে ১৯ কেজির রান্নার গ্যাসের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও দেশজুড়ে একই মাত্রায় দাম কমছে না। কলকাতায় দাম কমছে সিলিন্ডার প্রতি ১৮২ টাকা। নতুন দাম হল ২১৪০ টাকা।


তবে এখনই ১৪ কেজির রান্নার গ্যাসের (Domestic LPG cylinder) দাম কমার কোন সম্ভাবনা নেই। গত ১৯ মে থেকে রান্নার সিনিন্ডারের কোনও হেরফের ঘটেনি। এখন ১৪.২ কেজির রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ১০২৯ টাকা।