Corona: চিন্তা বাড়াচ্ছে কোভিড-গ্রাফ, ফিরছে অতীতের স্মৃতি

0
1

করোনা নিয়ে উদ্বেগ বাড়ছে। ফের বছর দুয়েক আগের স্মৃতি উস্কে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। শুক্রবারও দেশের সার্বিক করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী, একই ছবি সক্রিয় রোগীর পরিসংখ্যানেও। এদিনের সার্বিক পরিসংখ্যান চতুর্থ ঢেউয়ের আশঙ্কা আরও বাড়িয়ে দিচ্ছে।

শুক্রবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona) আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৭০ জন। দেশে ক্রমশ চোখ রাঙাচ্ছে কোভিড পরিস্থিতি। মাসখানেক আগেও যা ছবি ছিল তা একেবারেই বদলে গেছে। আগের দিনের চেয়ে সামান্য কিছুটা কমেছে দেশের দৈনিক করোনা সংক্রমণ। কিন্তু সংক্রমণ-গ্রাফের কারণেই রয়ে গিয়েছে চিন্তা। টানা নতুন সংক্রমণের জন্য শুক্রবারের বুলেটিন অনুযায়ী দেশে অ্যাক্টিভ কেস পেরিয়ে গিয়েছে এক লক্ষ। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৮ লক্ষ ৩৬ হাজার ৯০৬ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১৪ হাজার ৪১৩ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৮.৫৫ শতাংশ। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩৯। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃতু হয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ১৩৯ জনের। রেলকর্মীদের মধ্যে ফের বাড়ছে কোভিড (COVID-19) সংক্রমণ। আর তাতেই চরম উদ্বেগে রেল প্রশাসন। পূর্ব রেল সূত্রে খবর, বুধবার নাইসেডে (NICED) ১১ জনের নমুনা পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার পজিটিভ রিপোর্ট আসে। বুধবার ৩৬ জনের পজিটিভ রিপোর্ট এসেছিল। ইতিমধ্যে আক্রান্ত ১৭ জন রেলকর্মীকে বিআর সিং হাসপাতালে ভরতি করা হয়েছে। দক্ষিণ পূর্ব রেল থেকে বুধবার ১৬ জনের নমুনা পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার ১৫ জনেরই পজিটিভ রিপোর্ট এসেছে। রেল চত্বরে করোনার বাড়বাড়ন্তের দিকে নজর বাড়ানো দরকার বলে মনে করেছেন রেলকর্মীরাই।