ইমামির (Emami) সঙ্গে ইস্টবেঙ্গলের (EastBengal) সমস্যা কাটতে চলেছে। তবে, এখনও চুক্তিপত্র সই না হওয়ায় দল গঠনের কাজ শুরু করা হয়নি। তাই ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট চিন্তায় ছিলেন হীরা মণ্ডল (Hira Mondal)। গত মরশুমে দল ভাল না খেললেও যথেষ্ট ভাল খেলেছেন বাঙালি এই উইং ব্যাক। সূত্রের খবর, লাল-হলুদের জন্য অপেক্ষা করছিলেন হীরা। কিন্তু বিনিয়োগকারীর সঙ্গে লাল-হলুদ ক্লাবের চুক্তি সই না হওয়ায় হয়ত বেঙ্গালুরু এফসি-তে সই করতে চলেছেন হীরা। যদিও এই বিষয়ে মুখ খোললেননি হীরা। আর এই খবরের পড়েই নড়েচড়ে বসে ইস্টবেঙ্গল। সূত্রের খবর, ইতিমধ্যেই হীরার সঙ্গে আবারও একপ্রস্থ কথা বলেছে লাল-হলুদ।

শোনা যাচ্ছে, আগামী দুই-এক দিনের মধ্যেই আনুষ্ঠানিক ভাবে হীরা মণ্ডলের দলে যোগ দেওয়ার কথা ঘোষণা করে দিতে পারে সুনীল ছেত্রীদের ক্লাব। সূত্রের খবর, ইস্টবেঙ্গল যা টাকা দিচ্ছে, তার থেকে অনেক বেশি টাকা দিচ্ছে বেঙ্গালুরু। তাছাড়া ইস্টবেঙ্গলের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। নতুন ইনভেস্টর আসার পরেও চুক্তি সই হয়নি। কী হবে, সেটা এখনও কারোর কাছে স্পষ্ট নয়। পরবর্তী সময়ে যদি সমস্যায় পড়েন, সেকারণেই আর অপেক্ষা করতে চাননা না হীরা। যদিও এখনও সরকারি ভাবে কোনও পক্ষই মুখ খোলেনি। তবে আগামী দুই এক দিনেই হীরা মণ্ডলের ব্যাপারে গোটা বিষয়টা স্পষ্ট হয়ে যাবে বলে সূত্রের খবর।
আরও পড়ুন:AIFF: এআইএফএফ-এর সচিব পদ থেকে ইস্তফা দিলেন কুশল দাস



















































































































































