PSLV-35 : তিনটি স্যাটেলাইটের সফল উৎক্ষেপন, নতুন মাইলফলক ইসরো-র 

0
3

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো-র(ISRO) মুকুটে নয়া পালক। ইসরোর ৫৫ তম অভিযান ঘিরে সাফল্যের হাসি মহাকাশ বিজ্ঞানীদের চোখে মুখে। PSLV-35 রকেটের সাহায্যে এই তিনটি স্যাটেলাইট (Satellite) উৎক্ষেপণ করা সম্ভব হয়েছে বলে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার তরফ থেকে জানান হয়েছে।

মহাকাশ গবেষণায় একের পর এক পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছে ইসরো। চন্দ্রযান- ২ (Chandrayan 2) নিয়ে জোরকদমে চলছে প্রস্তুতি। এরই মাঝে তিনটি স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ করে রেকর্ড গড়ল ইসরো (ISRO)।যে তিনটি স্যাটেলাইট লঞ্চ করা হয়েছে সেগুলি সিঙ্গাপুরের(Singapore)। নির্দিষ্ট অরবিটেই তাদের পৌঁছে দিতে সফল হয়েছে ইসরোর PSLV-35 রকেট। আজ ৩০ জুন বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ০২ মিনিটে সিঙ্গাপুর থেকে আনা ওই তিনটি স্যাটেলাইট সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের শ্রীহরিকোটা লঞ্চ প্যাড থেকে লঞ্চ করা হয়। এই তিনটি স্যাটেলাইট হল DS-EO, NeuSAR এবং Scoob-I। ইসরোর PSLV-35 রকেট সিঙ্গাপুরের এই তিনটি স্যাটেলাইটকে লোয়ার আর্থ অরবিটে স্থাপন করেছে। ইসরোর কমার্সিয়াল বিভাগ ‘ নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড ‘ (NSIL)- এর দ্বিতীয় অভিযান ছিল এটি। ইসরোর PSLV-35 রকেটে চারটি পর্যায় আছে। ৪৪.৪ মিটার লম্বা এই রকেটের ওজন ২২৮.৪৩৩ টন। যে তিনটি স্যাটেলাইট লঞ্চ করা হয়েছে, তার মধ্যে DS-EO- স্যাটেলাইটে রয়েছে একটি ইলেকট্রো অপটিক এবং মাল্টি স্পেকট্রাল পেলোড। এর সাহায্যে পৃথিবীর ভূমিভাগের বিন্যাসের রঙিন ছবি পাওয়া সম্ভব হবে। NeuSAR-  স্যাটেলাইটের মাধ্যমে শুধু দিনে বা রাতেই নয়, সার্বিকভাবে সব ধরনের আবহাওয়ায় ভাল মানের ছবি মিলবে।তুলনামূলকভাবে Scoob-I স্যাটেলাইট একেবারেই নবীন পর্যায়ে রয়েছে।