অস্ত্রোপচার সফল কে এল রাহুলের (KL Rahul)। নিজের সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন সেকথা। কুঁচকির চোটের জন্য দক্ষিণ আফ্রিকা (South Africa) সিরিজ এবং ইংল্যান্ড (England) টেস্ট থেকে ছিটকে গিয়েছেন রাহুল। চলতি বছর অক্টোবর মাসে অস্ট্রেলিয়াতে বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের (T-20 World Cup) আসর। তার আগে নিজেকে প্রস্তুত করে নিতে ব্যস্ত রাহুল।

বুধবার রাতে একটি টুইট করেন রাহুল। সেখানে তিনি তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে লেখেন,” সবাইকে অভিবাদন। সপ্তাহ দুয়েক কঠিন পরিস্থিতির মধ্যে কাটলেও, অস্ত্রোপচার সফল হয়েছে। আমার চোট সেরে উঠছে এবং আমি ভালো হয়ে উঠছি। আমার এখন রিকভারি শুরু হয়েছে। আপনাদের বার্তা এবং প্রার্থনার জন্য সকলকে ধন্যবাদ। শীঘ্রই আবার দেখা হবে।”

চোটের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সিরিজেও খেলতে পারছেন না রাহুল। বেশ কয়েকদিন চোটে ভুগছেন তিনি। ভারতীয় দলের সহ-অধিনায়ককে সম্পূর্ণ সুস্থ অবস্থায় পেতে মরিয়া বিসিসিআই।
আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস



















































































































































