সরকারি স্কুলের শিক্ষক- শিক্ষিকাদের জন্য কড়া নির্দেশিকা জারি করল স্কুল শিক্ষা দফতর। এখন থেকে সরকারি স্কুলের শিক্ষকরা আর বাড়িতে পড়াতে পারবেন না । কোনও কোচিং সেন্টারের সঙ্গেও যুক্ত হতে পারবেন না । এমনকী বিনা বেতনেও কোথাও পড়াতে পারবেন না । স্কুল শিক্ষা দফতরের এই বিজ্ঞপ্তিটি জারি করার পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদের অধীনস্থ জেলার আধিকারিকদের মারফত স্কুলগুলির প্রধান শিক্ষকদের কাছেও সেই নির্দেশ গিয়েছে।

জেলা স্তরের স্কুল ইন্সপেক্টরদের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে কোনও জুনিয়র হাই স্কুল, হাই স্কুল অথবা কোনও মাদ্রাসার শিক্ষকরা গৃহশিক্ষকতা বা অন্য কোনও ধরনের শিক্ষকতার সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। ‘রাইট অব চিল্ড্রেন টু ফ্রি এন্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট ২০০৯-এর আওতায় এই নির্দেশিকা জারি করা হয়েছে। তবে শুধু রাজ্যেই নয় কেন্দ্রেও একই নিয়ম চালু রয়েছে।

স্কুল শিক্ষকদের জন্য কেন্দ্রীয় স্তরের যে নির্দেশিকা রয়েছে, তাতে এই বিষয়টির উল্লেখ রয়েছে। সেখানেই সরকারি স্কুলগুলিতে কর্মরত শিক্ষকদের জন্য বিধি-নিষেধের কথাও জানানো আছে।










































































































































