প্রধানমন্ত্রীর দফতরের(PMO) আধিকারিকদের নাম ভাঁড়িয়ে একের পর এক প্রতারণার ঘটনা ঘটে চলেছে নানান জায়গায়। কোথাও চাকরির নামে টাকা তোলা হচ্ছে তো কোথাও পিএমও আধিকারিক সেজে পুলিশের রদবদল আটকানোর চেষ্টা চলছে। একের পর এক এহেন ঘটনা সামনে আসার পর এবার প্রধানমন্ত্রীর দফতর দ্বারস্থ হল সিবিআইয়ের(CBI)। ইতিমধ্যেই এই ঘটনায় ৩ টি এফআইআর দায়েরও করা হয়েছে।

জানা গিয়েছে, প্রথম ফোনটি আসে চণ্ডিগড়ে। সেখানে আইপিএস (IPS) আধিকারিকের কাছে পিএমওর যুগ্ম সচিব রোহিত যাদব হিসেবে পরিচয় দিয়ে এক পুলিশ কনস্টেবলের বদলি আটকানোর চেষ্টা করা হয়। এই ঘটনায় অভিযোগ দায়ের করেন পিএমও-র অ্যাসিট্যান্ট ডিরেক্টর অনিলকুমার শর্মা। দ্বিতীয় অভিযোগে, রবিকান্ত খারাব নামে এক ব্যক্তিকে ফোন করে রিজার্ভ ব্যাংকে চাকরির দেওয়ার প্রলোভন দেওয়া হয় ৩ লক্ষ টাকার বিনিময়ে। ২৫ হাজার টাকা অগ্রিমও নেওয়া হয়। যে ব্যক্তি ফোন করেছিলেন তিনি নিজের পরিচয় দেন প্রধানমন্ত্রীর দপ্তরের ব্যক্তিগত সচিব।
এর পাশাপাশি প্রধানমন্ত্রীর দপ্তরের অ্যাসিট্যান্ট ডিরেক্টর পিকে ইসার একটি অভিযোগ দায়ের করেছেন। যেখানে বলা হয়, কেরলের বাসিন্দা ডা. শিব কুমার নামে এক ব্যক্তি নিজেকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উপদেষ্টা হিসেবে পরিচয় দিয়ে এই ঘটনা ঘটাচ্ছে। একের পর এক এই ধরনের অভিযোগ প্রকাশ্যে আসার পর তৎপর হয়ে উঠেছে সিবিআই। শুরু হয়েছে তদন্ত।

















































































































































