মহারাষ্ট্রে ‘মিশন লোটাস’ সফল করার পর সকলকে চমকে দিয়ে মুখ্যমন্ত্রী পদে একনাথ শিন্ডের(Eknath Shinde) নাম ঘোষণা করেছিলেন দেবেন্দ্র ফড়ণবীস(Devendra Fadnabis)। নিজে মন্ত্রিসভাতে থাকবেন না বলে স্পষ্টভাবে জানিয়ে দেন। তবে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে নিজের মত বদলালেন ফড়ণবীস। রাজি হয়ে গেলেন উপমুখ্যমন্ত্রী পদে থাকতে। যদিও এই পদে বসার জন্য বিজেপির সর্বভারতীয় জেপি নাড্ডা(JP Nadda) ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shaha) অনুরোধ করেন তাঁকে আর সেই অনুরোধেই রাজি হয়ে যান ফড়ণবীস।
বৃহস্পতিবার রাজভবনে সরকার গঠনের প্রস্তাব জমা দেওয়ার পর নয়া মুখ্যমন্ত্রী হিসেবে একনাথ শিন্ডের নাম ঘোষণা করেন ফড়ণবীস। রাজভবন থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ফড়ণবীস বলেন, “বিধানসভা নির্বাচনে বিজেপি-শিবসেনা জোট ভোটে জিতেছিল। মানুষ চেয়েছিলেন শিবসেনা-বিজেপির সরকার। শিবসেনা বিজেপি-র সঙ্গে সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়েছিল। এমভিএ সরকার রাজ্যের উন্নয়নও করেনি।” হিন্দুত্বের প্রশ্নে, বালাসাহেব ঠাকরের আদর্শের কথা মাথায় রেখেই শিণ্ডেকে বিজেপি সমর্থনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়ে ফড়ণবীস বলেন, “মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হচ্ছেন একনাথ শিণ্ডে। একনাথ শিণ্ডেকে সমর্থন করবে বিজেপি। মহারাষ্ট্রকে নেতৃত্ব দেবেন একনাথ শিণ্ডে।” যদিও নিজে মন্ত্রিসভায় থাকবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন ফড়ণবীস। এরপরই বিজেপির সর্বভারতীয় জেপি নাড্ডা তাঁকে অনুরোধ করেন মন্ত্রিসভা না ছেড়ে ফড়ণবীসের উচিত উপমুখ্যমন্ত্রী পদে বসা। একই আবেদন জানান খোদ অমিত শাহ। এরপরই রাজি হন তিনি।
ফড়ণবীস যে প্রস্তাবে রাজি হয়েছেন সে কথা জানিয়ে এরপর টুইট করতে দেখা যায় শাহকে। তিনি লেখেন, “বিজেপি সভাপতি জেপি নাড্ডার কথায় দেবেন্দ্র ফড়ণবীস বড় মনের পরিচয় দিয়ে মহারাষ্ট্রের জনতার স্বার্থে মন্ত্রিসভায় থাকতে রাজি হয়েছেন। এই সিদ্ধান্ত মহারাষ্ট্রের প্রতি তাঁর ভালোবাসা ও ভাবাবেগের পরিচয়। এই সিদ্ধান্তের জন্য তাঁকে অভিনন্দন।”
भाजपा अध्यक्ष श्री @JPNadda जी के कहने पर श्री @Dev_Fadnavis जी ने बड़ा मन दिखाते हुए महाराष्ट्र राज्य और जनता के हित में सरकार में शामिल होने का निर्णय लिया है।
यह निर्णय महाराष्ट्र के प्रति उनकी सच्ची निष्ठा व सेवाभाव का परिचायक है। इसके लिए मैं उन्होंने हृदय से बधाई देता हूँ।
— Amit Shah (@AmitShah) June 30, 2022
উল্লেখ্য, প্রায় দু’সপ্তাহ ধরে টানাপোড়েনের পর বুধবার রাতে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন উদ্ধব ঠাকরে। তারপরেই চুড়ান্ত হয়ে যায় মহারাষ্ট্রের শাসক শিবিরে আসছে বিজেপি ও শিবসেনার বিক্ষুব্ধ গোষ্ঠী। বৃহস্পতিবার সকালে গোয়া থেকে মুম্বইয়ে উড়ে আসেন একনাথ শিন্ডে। বৈঠক করেন বিজেপির সঙ্গে। তারপর সরকার গড়ার দাবি নিয়ে ফড়ণবীস ও শিন্ডে সাক্ষাত করেন রাজ্যপালের সঙ্গে। সেখান থেকে বেরিয়ে সাংবাদিক বৈঠকে ফড়ণবীস ঘোষণা করে দেন শিন্ডেই হচ্ছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। পাশাপাশি শিন্ডে বলেন, ১২০ জন বিধায়ক থাকা সত্ত্বেও মুখ্যমন্ত্রী পদে আগ্রহ দেখাননি দেবেন্দ্র ফড়ণবীস। নরেন্দ্র মোদি, অমিত শাহ এবং বিজেপি নেতাদের কাছে কৃতজ্ঞ আমি। উদারতা দেখিয়েছেন ওঁরা। বালাসাহেবের সৈনিককে মুখ্যমন্ত্রী করেছেন। যদিও ঘন্টাখানেক পরেই সিদ্ধান্ত বদলে উপমুখ্যমন্ত্রী হতে রাজি হলেন ফড়ণবীস।