মহারাষ্ট্রে মহা-চমক: শিন্ডেই মুখ্যমন্ত্রী, মন্ত্রিসভায় থাকছেন না ফড়ণবীস

0
1

মহারাষ্ট্রে মহা চমক দিল বিজেপি। একনাথ শিন্ডেকে পাশে বসিয়ে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে দেবেন্দ্র ফড়ণবীস ঘোষণা করে দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হচ্ছেন একনাথ শিন্ডেই। নিজের মুখ্যমন্ত্রী হওয়ার সমস্ত রকম জল্পনা খারিজ করে এবং সকলকে আশ্চর্য করে ফড়ণবীস জানালেন, মন্ত্রিসভাতেই থাকছেন না তিনি। আজ সন্ধ্যা ৭.৩০ টায় রাজ্যপালের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন একনাথ।

বৃহস্পতিবার রাজভবনে সরকার গঠনের প্রস্তাব জমা দেওয়ার পর নয়া মুখ্যমন্ত্রী হিসেবে একনাথ শিন্ডের নাম ঘোষণা করেন ফড়ণবীস। রাজভবন থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ফড়ণবীস বলেন, “বিধানসভা নির্বাচনে বিজেপি-শিবসেনা জোট ভোটে জিতেছিল। মানুষ চেয়েছিলেন শিবসেনা-বিজেপির সরকার। শিবসেনা বিজেপি-র সঙ্গে সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়েছিল। এমভিএ সরকার রাজ্যের উন্নয়নও করেনি।” হিন্দুত্বের প্রশ্নে, বালাসাহেব ঠাকরের আদর্শের কথা মাথায় রেখেই শিণ্ডেকে বিজেপি সমর্থনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়ে ফড়ণবীস বলেন, “মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হচ্ছেন একনাথ শিণ্ডে। একনাথ শিণ্ডেকে সমর্থন করবে বিজেপি। মহারাষ্ট্রকে নেতৃত্ব দেবেন একনাথ শিণ্ডে।” যদিও নিজে মন্ত্রিসভায় থাকবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন ফড়ণবীস। পাশাপাশি সূত্র মারফত যা জানা যাচ্ছে তাতে, মহারাষ্ট্রের নয়া সমীকরণে একনাথ শিন্ডেকে মাথায় রেখে বিজেপির থেকে ২৫ জনের মন্ত্রী হওয়ার সম্ভাবনা ও শিন্ডে শিবির থেকে ১৩ জনের মন্ত্রীপদে বসার সম্ভাবনা রয়েছে। এদিন সন্ধ্যায় ফের বৈঠক রয়েছে বিজেপির সেখানে ঠিক হবে কাকে কন পদ দেওয়া হবে।

উল্লেখ্য, প্রায় দু’সপ্তাহ ধরে টানাপোড়েনের পর বুধবার রাতে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন উদ্ধব ঠাকরে। তারপরেই চুড়ান্ত হয়ে যায় মহারাষ্ট্রের শাসক শিবিরে আসছে বিজেপি ও শিবসেনার বিক্ষুব্ধ গোষ্ঠী। বৃহস্পতিবার সকালে গোয়া থেকে মুম্বইয়ে উড়ে আসেন একনাথ শিন্ডে। বৈঠক করেন বিজেপির সঙ্গে। তারপর সরকার গড়ার দাবি নিয়ে ফড়ণবীস ও শিন্ডে সাক্ষাত করেন রাজ্যপালের সঙ্গে। সেখান থেকে বেরিয়ে সাংবাদিক বৈঠকে ফড়ণবীস ঘোষণা করে দেন শিন্ডেই হচ্ছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী।