মহা নাটকের যবনিকা পতন হয়েছে বুধবার রাতে। মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন উদ্ধব ঠাকরে। এরপরই সরকার গড়তে কোমর বেধে নেমে পড়ল বিজেপি সহ বিক্ষুব্ধরা। জেড ক্যাটাগরির নিরাপত্তা নিয়ে বৃহস্পতিবার মুম্বই ফিরলেন একনাথ শিন্ডে। আজ রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি আলাদা করে দেবেন্দ্র ফড়ণবীসের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। পাশাপাশি সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক থাকলে আজই হতে পারে শপথগ্রহণ।
বৃহস্পতিবারই গোয়া থেকে মুম্বই পৌঁছেছেন বিদ্রোহী শিবসেনা নেতা একনাথ শিণ্ডে। তবে শিণ্ডে নিজে মুম্বই এলেও তাঁর সঙ্গে থাকা সেনার বাকি বিদ্রোহী বিধায়করা গোয়াতেই রয়েছেন। এদিকের রাস্তা পরিস্কার হওয়ার পর শিণ্ডের তরফে গ্রিন সিগন্যাল পেলে তাঁরাও দ্রুত মুম্বই এসে পৌঁছবেন। এদিকে বৃহস্পতিবার সকালে টুইটে বিদ্রোহী শিবসেনা নেতা একনাথ শিণ্ডে জানিয়েছেন, তাঁরা এখনও মন্ত্রিসভা তৈরি নিয়ে বিজেপির সঙ্গে আলোচনা করেননি, তবে এবার শীঘ্রই সেই আলোচনা শুরুর সম্ভাবনা রয়েছে। অন্যদিকে জানা যাচ্ছে, আজই হতে পারে মহারাষ্ট্রে নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ। মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন বিজেপির দেবেন্দ্র ফড়ণবীশ এবং উপমুখ্যমন্ত্রী হবেন শিন্ডে।
#WATCH | Maharashtra Shiv Sena MLA Eknath Shinde arrived at Mumbai airport from Goa.#MaharashtraPoliticalCrisis pic.twitter.com/qW10YzE2rw
— ANI (@ANI) June 30, 2022
এদিকে আজ এক প্রেস বিবৃতিতে বিদ্রোহী সেনা শিবিরের মুখপাত্র দীপক কেসারকর বলেন, “আমরা ২০১৯ সালের নির্বাচনে বিজেপির সঙ্গেই লড়েছিলাম। মহারাষ্ট্রের জনগণ আমাদের নির্বাচিত করেছেন। সেই সময়ের দেওয়া প্রতিশ্রুতি এবার আমরা পূরণ করতে যাচ্ছি।” একইসঙ্গে তিনি যোগ করেন ঠাকরের পদত্যাগে তাঁরা মোটেই আনন্দিত নন। তাঁর কোথায়, “ঠাকরেকে অসম্মান করার বা আঘাত করার কোনও কারণ নেই। কোনও সেনা সদস্যেরই ঠাকরে পরিবারকে গালিগালাজ করা উচিত নয়।”