আদালত অবমাননার অভিযোগ, ডিজি-সহ ৩ পুলিশকর্তাকে শোকজ বিচারপতির

0
2

আদালত অবমাননার অভিযোগ। তিন পুলিশকর্তাকে শোকজ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আদালতের নির্দেশ অমান্য করায় রাজ্য় পুলিশের ডিজি (Police DG), ঝাড়গ্রামের তৎকালীন পুলিশ সুপার (SP), অতিরিক্ত পুলিশ সুপারকে (ASP) শোকজ করেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য (Sabyasachi Bhattacharya)।

আরও পড়ুন- সফল ‘অপারেশন কমল’: হাসি চওড়া ফড়ণবীসের, উপমুখ্যমন্ত্রী শিন্ডে!

গতবছর একটি মামলার শুনানি চলাকালীন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কলকাতা হাইকোর্টে জানিয়েছিলেন, বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari) রাজ্যের যে কোনও প্রান্তে যেতে পারেন। কিন্তু অভিযোগ, চলতি বছরের ৭ জানুয়ারি নেতাইয়ের দলীয় কার্যালয়ে ঢুকতে দেওয়া হয়নি বিরোধী শুভেন্দুকে। নিরাপত্তার খাতিরে তাঁকে অন্য সময় আসতে বলা হয়। এনিয়ে আদালতে নালিশ জানান বিজেপি বিধায়ক। সেই মামলায় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য তিন পুলিশ আধিকারিকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন। ৩০ জুলাইয়ের মধ্যে তাঁদের শোকজের জবাব দিতে হবে। ৩০ জুলাই তাঁদের আদালতে হাজিরাও দিতে হবে। বৃস্পতিবার, রুল জারি করেছে হাইকোর্ট।