Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

0
1

১) জট খোলার ইঙ্গিত ইস্টবেঙ্গলে। বুধবার চুক্তি নিয়ে ইমামি গোষ্ঠীর কর্তারা আলোচনায় বসেন লাল-হলুদ কর্তাদের সঙ্গে। বৈঠকে খসড়া চুক্তি নিয়ে দু’পক্ষের ইতিবাচক আলোচনা হয়েছে।

২) কোভিড আক্রান্ত রোহিত শর্মার খেলার সম্ভাবনা একদম খারিজ করে দিচ্ছে না ভারতীয় দল। ১ জুলাই থেকে বার্মিংহ্যাম টেস্টে খেলতে পারবেন বলেই মনে করা হচ্ছে। রাহুল দ্রাবিড় বলেছেন, ‘‘রোহিত ছিটকে গিয়েছে এটা এখনই বলা যাবে না।

৩) উইম্বলডনের তৃতীয় রাউন্ডে পৌঁছে গেলেন নোভাক জোকোভিচ। অস্ট্রেলিয়ার থানাসি কোক্কিনাকিসকে হারালেন ৬-১, ৬-৪, ৬-২ গেমে। উইম্বলডনের সেন্টার কোর্টে জোকোভিচের ম্যাচ জিততে সময় লাগল দু’ঘণ্টার সামান্য বেশি।

৪) মালোয়েশিয়া ওপেনে শুরুটা ভালই হল পিভি সিন্ধু এবং পারুপল্লি কাশ্যপের। ভারতের দুই খেলোয়াড়ই দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। তবে হেরে গেলেন সাইনা নেহওয়াল। মিক্সড ডাবলসে ভারতের জুটি রেড্ডি এবং অশ্বিনী পোনাপ্পাও হেরে গিয়েছেন।

৫) ইংল্যান্ডের বিরুদ্ধে বার্মিংহ্যাম টেস্ট শুরু শুক্রবার। অথচ অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে জল্পনা তুঙ্গে। করোনার ধাক্কা কাটিয়ে তিনি কি আদৌ মাঠে নামতে পারবেন? রোহিত যদি শেষ পর্যন্ত না খেলেন, তা হলে সেটা ভারতের কাছে বিশাল ধাক্কা হবে বলেই মনে করছেন ইংল্যান্ডের ব্যাটসম্যান দাভিদ মালান।

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ