পরিত্যক্ত হাসপাতাল থেকে ২ মহিলা-সহ ৪ জনের দেহ উদ্ধার

0
3

পরিত্যক্ত হাসপাতাল (Hospital) থেকে ২ মহিলা-সহ চারজনের দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে (Mumbai) কান্দিভালি এলাকায়। ঘটনাস্থল থেকে চারটি সুইসাইড নোটও (Suicide) পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

মৃত চারজনের মধ্য়েই তিন মহিলা একই পরিবারের। মৃতদের নাম কিরণ দালভি, তাঁর দুই মেয়ে মুসকান, ভূমিকা এবং চতুর্থজন শিবদয়াল সেন। গত ১৫ বছর ধরে বন্ধ ছিল কান্দিভালির ওই হাসপাতালটি। পরিত্যক্ত হাসপাতাল নিয়ে স্থানীয়রা কেউ মাথা ঘামাননি। তারই একটি ঘরে দীর্ঘদিন ধরেই বাস করত ওই পরিবারটি। এদিন আচমকা দেহগুলি উদ্ধার হয়।

পুলিশ সূত্রে খবর, দোতলা থেকে দুই মহিলার দেহ আর একতলা থেকে বাকি দু’জনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।