সেপ্টেম্বরে ভারতে আসছেন শেখ হাসিনা, রোহিঙ্গা নিয়ে বৈঠক হতে পারে মোদির সঙ্গে

0
3

আগামী সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের বিদেশ সচিব মাসুদ বিন মোমেন  জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দ্বিপাক্ষিক সফরে ভারতে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের রোহিঙ্গা সমস্যা, মাদক পাচার, নারী ও শিশু পাচারের মতো গুরূত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে কথা হতে পারে বলে জানানো হয়েছে। বাংলাদেশের বিদেশ সচিব আশা প্রকাশ করে জানিয়েছেন, রোহিঙ্গা সমস্যা নিয়ে ভারতের তরফে নিশ্চয়ই কোনো না কোনো সাহায্যের বার্তা আসবে।  বিদেশ সচিব বলেছেন, ২০১৭ সালের ২৫ অগাস্ট মায়ানমার থেকে বহু রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে পালিয়ে এসেছে। এই রোহিঙ্গা শরণার্থী সঙ্কট সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বড় এবং দ্রুততম আন্দোলনের মধ্যে অন্যতম। মোমেন আন্তর্জাতিক মঞ্চের কাছে প্রয়োজনীয় সাহায্যের অনুরোধও জানিয়েছেন।