মানসিক অবসাদে ভুগছিলেন এসএসকেএম – এর চিকিৎসক স্বাগতা ভট্টাচার্য। রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্রের (soumen mohapatra) ভাগ্নি তিনি। অবশেষে নিলেন চরম সিদ্ধান্ত। বুধবার খড়্গপুর আইআইটি (Kharagpur IIT) ক্যাম্পাসের কোয়ার্টার থেকে উদ্ধার হয়েছে স্বাগতা ভট্টাচার্যের (Swagata Bhattacharya)দেহ। কী কারণে ঘটল অস্বাভাবিক মৃত্যু তা এখনো জানা যায়নি । তবে এই সংবাদ পাওয়া মাত্রই হতবাক রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র। পূর্ব মেদিনীপুরের তমলুকের রথনালি এলাকায় স্বাগতার বাড়ি।গত নভেম্বরে আইআইটিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি হাসপাতালের অ্যানাটমি বিভাগে সহকারী অধ্যাপক হিসাবে যোগ দিয়েছিলেন তিনি। কলকাতার এসএসকেএম হাসপাতালে তিন বছর কাজ করার পর সম্প্রতিই খড়্গপুরে গিয়েছিলেন তিনি। আইআইটির কোয়ার্টারে মা তপতী ভট্টাচার্যকে নিয়ে থাকতেন স্বাগতা। পরিবার সূত্রে খবর, বুধবার সকালে বাজারে গিয়েছিলেন তিনি, ফিরে এসে দেখেন বাড়ির দরজা ভিতর থেকে লাগানো। বহু বার ডাকাডাকিও করেন মেয়েকে, ফোনও করেছিলেন। কিন্তু সাড়া মেলেনি। এর পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ বাড়ির দরজা ভেঙে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.