মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন এলাকায় হাই ড্রেন দখলকারীদের উচ্ছেদ করল ইংরেজবাজার
পুরসভা। সম্প্রতি ওই এলাকা থেকে জবরদখল তুলে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। কিন্তু তারপরেও হোটেল এবং অন্য দোকান সরাননি সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
বুধবার সকাল দশটা নাগাদ নিজে দাঁড়িয়ে থেকে জেসিবি মেশিন দিয়ে হাইড্রেন দখলকারীদের উচ্ছেদ করালেন
কৃষ্ণেন্দু। চেয়ারম্যান বললেন, মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন এলাকায় ড্রেনের উপর জবরদখল করে হোটেল এবং বিভিন্ন দোকান তৈরি করা হয়েছিল। তাদের ফেলা আবর্জনায় ড্রেনের মুখ বন্ধ হয়ে যাচ্ছিল। ফলে অল্প বৃষ্টিতেই ভেসে যায় মালদহ মেডিকেল কলেজ সহ সংলগ্ন এলাকা। বার বার বলা সত্ত্বেও তার ওঠেনি। তাই এদিন জবর দখল উচ্ছেদ করা হল।











































































































































