‘জুবাইর পুলিশ হেফাজতে, আর নূপুর শর্মা বহাল তবিয়তে বাড়িতে বসে অপেক্ষা করছেন, সুযোগ বুঝে বিজেপি তাকে দলে ফিরিয়ে আনবে বলে,’ জুবাইর-এর পুলিশ হেফাজতের মেয়াদ বৃদ্ধি প্রসঙ্গে এ কথা বলেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন মহুয়া। মহুয়া বলেছেন, মহম্মদ জুবাইরকে নিয়ে যে মশলা মাখিয়ে রান্নার পরিকল্পনা চলছে, তাঁকে চার দিন হেফাজতে পেলে, সেই রান্নার বাকি উপকরণও হাতে পেয়ে যাবে দিল্লি পুলিশ! মঙ্গলবার দিল্লি আদালত জুবাইর-এর হেফাজতের মেয়াদ আরও চার দিন বাড়ানোর নির্দেশ দিয়েছে। শুধু হেফাজতের মেয়াদবৃদ্ধি নিয়েই নয়, জুবাইর-এর গ্রেফতারি নিয়েও সমালোচনা করেছেন সাংসদ মহুয়া মৈত্র। মহুয়া প্রশ্ন তুলেছেন, জুবাইর-এর গ্রেফতারি নিয়ে এই প্রতিবাদ শুধু বিরোধী দলের সদস্যরা কেন করবেন? কেন সাধারণ মানুষ বা যে কারণ দেখিয়ে তাঁকে গ্রেফতার করা হয়েছে তার সংশ্লিষ্ট মহল থেকে আপত্তি উঠছে না?