Coronavirus Bangladesh: করোনার চতুর্থ ঢেউয়ে বিধিনিষেধ বাংলাদেশে; মাস্ক ব্যবহার বাধ্যতামূলক

0
1

খায়রুল আলম, ঢাকা

গত কয়েকদিন থেকেই বাংলাদেশে বাড়ছে করোনার সংক্রমণ ও মৃতের সংখ্যা।
আর করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকার প্রেক্ষাপটে সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক পরাসহ বিভিন্ন ধরনের বিধিনিষেধ মেনে চলা বাধ্যতামূলক করেছে সরকার।

মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে ছটি নির্দেশনামা দেওয়া হয়েছে।এতে বলা হয়েছে, “সাম্প্রতিককালে সারাদেশে কোভিড-১৯ আক্রান্তের হার দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ও জনগণের মধ্যে মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি মেনে চলায় যথেষ্ট শিথিলতা পরিলক্ষিত হচ্ছে। বিষয়টি নিয়ে সরকারের উচ্চমহলে আলোচনা হচ্ছে।কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শ কমিটি গত ১৪ জুন নেওয়া সুপারিশ পালনের জন্য এবং কোভিড প্রতিরোধের জন্য  বেশ কিছু নির্দেশনামা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

আরও পড়ুন- উদয়পুরে ঘটে যাওয়া নৃশংস অত্যাচার নিয়ে নিন্দা করে টুইট মমতার

বাংলাদেশে মহামারীর চতুর্থ ঢেউ ঢুকেছে বলে জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় চিকিৎসক অধ্যাপক এ বি এম আব্দুল্লাহ। পরিস্থিতি মোকাবিলায় সবাইকে মাস্ক পরার পরামর্শ দিয়েছেন তিনি।কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটিও  কিছু বিধিনিষেধ ফের বলবত করার পরামর্শ দিয়েছিল। সেই প্রেক্ষাপটে সরকারের তরফে এই ঘোষণা করা হয়েছে। মাস্ক পরা বাথ্যতামূলক করা হয়েছে।