সাতসকালেই বিধ্বংসী অগ্নিকাণ্ড রাজধানীতে, ভস্মীভূত কারখানার একাংশ

0
2

সাতসকালে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল রাজধানীতে। বুধবার সকালে মঙ্গলপুরীর ফেজ-১এলাকার একটি কারখানায় আচমকাই আগুন লাগার ঘটনা ঘটে। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে।  খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২৬টি ইঞ্জিন। আগুন লাগার কারণ এখনও জানান যায়নি।


আরও পড়ুন: আজ জিটিএ ও শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনের ফলপ্রকাশ

বুধবার সাতসকালে আচমকাই আগুন লাগার ঘটনা ঘটে মঙ্গলপুরীতে। কালো ধোঁয়া বেরোতে দেখে স্থানীয়রা দমকলকে খবর দেন। ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিধ্বংসী আগুন যাতে ছড়িয়ে না পড়তে পারে সেই চেষ্টা করে দমকলবাহিনী। এরপর দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা। ঘটনায় এখনও কোনও হতাহতের খবর মেলেনি বলে দমকল সূত্রের খবর।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কারখানায় কালো ধোঁয়া বেরোতে দেখেই দমকলে খবর দেন তাঁরা। দমকলের পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আগুনের তীব্রতা বাড়লেও তা সামাল দেন দমকলের আধিকারিকরা। আগুন নিয়ন্ত্রণে আনতে রিমোট কন্ট্রোল ফায়ার ফাইটিং মেশিনও ব্যবহার করা হয় বলে জানায় দমকল।