ঝালদা পুরসভায় জয়ী কংগ্রেস প্রার্থী মিঠুন কান্দু

0
1

ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডে পুননির্বাচনে জয়ী হলেন নিহত কাউন্সিলর তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দু। ৭৭৮ ভোটে জয়ী হন তিনি। এই জয়ের ফলে এই ওয়ার্ড কংগ্রেসের দখলেই থাকল।


আরও পড়ুন:আজ জিটিএ ও শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনের ফলপ্রকাশ

এদিন জয়ের পর নিহত তপন কান্দুর ভাইপো কংগ্রেস প্রার্থী মিঠুন কান্দু জানান, জয়ের ব্যাপারে প্রথম থেকেই ‘আশাবাদী ছিলাম। এই জয় প্রত্যাশিত ছিল।আগামীতে কাকুর যা স্বপ্ন ছিল, তা পূরণ করব।’


অন্যদিকে কংগ্রেস প্রার্থী মিঠুন কান্দুর জয় নিয়ে নিহত তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু জানান, ‘এই জয় আমার স্বামীর জয়।’ এর জন্য সকল ওয়ার্ডবাসিকে ধন্যবাদ জানান তিনি।