জেলা সফরে বুধবার দুই বর্ধমানের (Burdwan) প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিনের বৈঠকে ভার্চুয়ালি হাজির ছিলেন সারারাজ্যের প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা। বৈঠকে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে, গ্রামীণ রাস্তা উন্নয়নে নয়া নির্দেশ দেন মুখ্যমন্ত্রী (CM)। একই সঙ্গে জোর দেন ই-টেন্ডারে (E-Tender)।

আর কী কী বললেন মুখ্যমন্ত্রী-
• যে সব কোল্ড স্টোরেজের (Cold Storage) অব্যবস্থায় আলু খারাপ হয়েছে, সেই মালিকদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা
• সিবিআই (CBI) অত্যাচার চালাচ্ছে, যাকে পাচ্ছে ডেকে পাঠাচ্ছে
• ৬মাস ধরে ১০০দিনের টাকা দিচ্ছে না কেন্দ্র
• যতদিন না কেন্দ্র ১০০দিনের টাকা দিচ্ছে, সরকারি দফতরে জবকার্ড হোল্ডারদের দিয়ে করাতে হবে
• ‘রাজস্থানের বাড়ি’ যদি হতে পারে, তাহলে ‘বাংলার বাড়ি’ নয় কেন, প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী
• ‘বাংলার বাড়ি’ নিয়ে দিল্লিতে দরবার করবেন মমতা
• গ্রামীণ রাস্তা তৈরির টাকা দিচ্ছে না কেন্দ্র
• গ্রামীণ রাস্তা ভালো না হলে কেউ ভোট দেবে না
• পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের টাকায় হবে গ্রামীণ রাস্তা
• বালি খাদানে ই-টেন্ডার বাধ্যতামূলক করতে হবে
• ই-টেন্ডার বাধ্যতামূলক হলে রাজস্ব বাড়বে
• বিডিও-রা সন্ধে সাড়ে পাঁচটা পর্যন্ত অফিসে থাকুন
• মিড ডে মিলের খাবার, মা ক্যান্টিনের খাবার DM-SP-রা চেখে দেখুন তার মান কীরকম
• ১৯০ কোটি টাকা খরচ করে নির্মিত বিদ্যাধরী সেতু উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
• দুর্গাপুরে একটি বাস টার্মিনাস করে দেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর
• রানিগঞ্জ বাজারে পার্কিং সমস্যা মেটাতে জমি দেবে রাজ্য
• youtube-এ অনেকে কুৎসিত ভাষা প্রয়োগ করে
• স্যোশাল মিডিয়ায় হিংসা ছড়ালে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
• গরিব-মজদুর অধ্যুষিত অঞ্চলে ৫টাকায় ডিমের ঝোল-ভাত দেওয়ার ব্যবস্থা করার নির্দেশ
• ধর্মীয় উৎসব ঘিরে কোনও হিংসামূলক ঘটনা যেন না ঘটে সে দিকে নজর রাখতে হবে
• রাস্তা অবরোধ করলে সবার অসুবিধা হয়, লোকে হাসপাতালে যেতে পারে না
• উস্কানিতে পা দেবেন না



















































































































































