লক্ষ্য একুশে জুলাইয়ের সমাবেশ। ১২ জুলাই উত্তরবঙ্গে সভা করবেন তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বুধবার, মেঘালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান তিনি। তাঁর অভিযোগ, উত্তরবঙ্গ থেকে কলকাতায় দলীয় সমাবেশে যোগ দিতে আসতে অসুবিধার সম্মুখীন হতে হয় স্থানীয়দের। সমাবেশে আসতে ট্রেন ভাড়া করতে চাইলেও, রেলের তরফ থেকে সহযোগিতা করা হয় না। ধুপগুড়ি পুর ফুটবল ময়দানে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলা নিয়ে কর্মিসভা করার কথা অভিষেকের।

একুশের নির্বাচনে বিপুল ভোটে জয়ের পরে এবার একুশে জুলাই মহা সমাবেশ করতে চলেছে তৃণমূল। সারারাজ্য তো বটেই, দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই যোগ দেবেন এই মঞ্চে।
আরও পড়ুন- ত্রিপুরার বিপ্লব জমানার মন্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগে আটক করল দিল্লি পুলিশ








































































































































