জ্বালানি তেল বিক্রিতেও নিষেধাজ্ঞা জারি করল শ্রীলঙ্কা

0
3

চরম আর্থিক সংকটে ভুগছে শ্রীলঙ্কা। অর্থনৈতিক সংকটে জেরবার গোটা দেশ। বিদ্যুতের ঘাটতি যেমন রয়েছে, অন্যদিকে জ্বালানিরও আকাল। এমতাবস্থায় জ্বালানি তেলের বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করল শ্রীলঙ্কা সরকার। শুধু আপৎকালীন পরিষেবায় যুক্ত গাড়িগুলি একমাত্র পেট্রল, ডিজেল পাবে।


আরও পড়ুন:গড়িয়াহাটের গেস্টহাউসে SAIL- এর প্রাক্তন ডিজিএমের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য


সরকারি মুখপাত্র বান্দুলা গুনাওয়ারদানা জানিয়েছেন, জরুরি পরিষেবা ছাড়া আজ মধ্যরাত থেকে কাউকে জ্বালানি তেল বিক্রি করা হবে না। যেটুকু তেল রয়েছে তা আমরা বাঁচিয়ে রাখতে চাইছি। দেশবাসীর অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।


বেশ কয়েকমাস ধরেই আর্থিকভাবে বিপর্যস্ত শ্রীলঙ্কা। গত সপ্তাহেই সমস্ত সরকারি স্কুল বন্ধের নির্দেশ জারি করা হয়েছে।স্বল্প সংখ্যক কর্মী দিয়ে চলছে কিছু অফিস। এদিকে গত রবিবারই সরকার জানিয়েছিল জ্বালানি তেল চাইলেই পাওয়া যাবে না। তবে এবার একেবারে তেল দেওয়াই বন্ধ করে দিচ্ছে সরকার।


শ্রীলঙ্কার আর্থিক সঙ্কট এতটাই বেহাল যে বাড়ন্ত ওষুধ, খাবারও। বিদেশি মুদ্রার সঞ্চয় তলানিতে ঠেকায় দু’টি জাহাজে তেল এলেও, ডলারের অভাবে তা হাতে নেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছিলেন শ্রীলঙ্কার পেট্রোলিয়ামমন্ত্রী ।সরবরাহ বাড়ন্ত হওয়ায় জায়গায় জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন অনেকেই। না খেতে পেয়ে অনাহারেও জীবন কাটাচ্ছেন বহু মানুষ।