রাতের অন্ধকারে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে প্রকাশ্যে চলল গুলি।গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক তৃণমূল কর্মীর। মৃতের নাম ভেঙ্কট রাও(৪২)। সোমবার রাতে খড়গপুর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের ওল্ড সেটেলমেন্ট এলাকায় মাতা মন্দিরের কাছে ঘটনাটি ঘটে।


আরও পড়ুন:আজ আসানসোলে মুখ্যমন্ত্রীর কর্মিসভা

পুলিস সূত্রের খবর, সোমবার রাত ১০টা নাগাদ মাতা মন্দিরের কাছে দাঁড়িয়ে ছিলেন ভেঙ্কট। সেই সময় স্কুটিতে চেপে মুখ ঢেকে আসে ৩ জন দুষ্কৃতী। ভেঙ্কটকে লক্ষ্য করে গুলি চালায় তারা। সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ভেঙ্কট। তাঁকে তড়িঘড়ি খড়গপুর রেলওয়ে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।



মৃতের পরিবার জানিয়েছেন,ভেঙ্কট একাধিক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। রবিবারই চেন্নাই থেকে খড়গপুরে ফিরেছিলেন। তারপরই এই ঘটনা। পরিবারের দাবি, ব্যবসায়িক শত্রুতার জেরেই এই খুন।
ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে আসে খড়গপুর টাউন থানার পুলিস বাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলা হয়। হাসপাতালে যান খড়গপুর টাউন থানার আইসি এবং খড়গপুরের এসডিপিও দীপক সরকার। খুনের কারণ খতিয়ে দেখছেন তাঁরা। অন্যদিকে ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে যান, খড়গপুর পুরসভার চেয়ারম্যান প্রদীপ সরকার। তিনি বলেন, ‘‘ঠিক কী হয়েছে, পুলিশ তদন্ত করে দেখবে। ওঁর দুটো বাচ্চা আছে। পুলিশ তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করুক।’’






































































































































