Reliance Jio-র চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন মুকেশ আম্বানি, দায়িত্বে আকাশ

0
2

দেশের জনপ্রিয় টেলিকম সংস্থা রিলায়েন্স জিয়োর(Reliance Jio) চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন শিল্পপতি মুকেশ আম্বানি(Mukesh Ambani)। মঙ্গলবার তাঁর এই ইস্তফাপত্র গ্রহন করেছে সংশ্লিষ্ট বোর্ড। আম্বানির পরিবর্তে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন মুকেশ পুত্র আকাশ আম্বানি(Akash Ambani)। এর পাশাপাশি ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্বে এলেন পঙ্কজ মোহন পাওয়ার।

গত ২৭ জুন Reliance Jio-র বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয় চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেবেন শিল্পপতি মুকেশ আম্বানি। শেয়ার হোল্ডারদের অনুমোদন সাপেক্ষে এই দায়িত্ব থেকে অবসর নেন তিনি। বোর্ড মিটিংয়েই Reliance Jio-র গুরুত্বপূর্ণ এই পদে নিয়ে আসা হয় তাঁর পুত্র আকাশ আম্বানিকে। এতদিন রিলায়েন্স জিও-র অনির্বাহী(Non-exe) পরিচালক হিসেবে কাজ করা আকাশ আম্বানিকে মঙ্গলবারই নিয়োগে অনুমোদন দিয়েছে রিলায়েন্স জিও-র বোর্ড। পাশাপাশি ম্যানেজিং ডিরেক্টরের মতো গুরুত্বপূর্ণ পদে আনা হয়েছে পঙ্কজ মোহন পাওয়ারকে। উল্লেখ্য, রিলায়েন্স জিও-র চেয়ারম্যান পদ ছাড়লেও জিও প্লাটফর্ম লিমিটেডের (Jio Platform Ltd.) চেয়ারম্যান থাকছেন মুকেশ আম্বানিই।