বিদ্বেষ ছড়ানোর অভিযোগ, গ্রেফতার অল্ট নিউজের সাংবাদিক

0
1

নরেন্দ্র মোদি সরকারের অসহিষ্ণুতা এবং গণতন্ত্রের কণ্ঠরোধ করার চেষ্টা ক্রমশই প্রকট হচ্ছে। দু’দিন আগেই অমিত শাহর ইশারায় পুলিশ গ্রেফতার করেছিল সমাজকর্মী তিস্তা শীতলাবাদকে। এবার দিল্লি পুলিশ গ্রেফতার করল অল্ট নিউজের প্রতিষ্ঠাতা সাংবাদিক মহম্মদ জুবেরকে। তাঁর বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত করা ও বিদ্বেষ ছড়ানোর অভিযোগ আনা হয়েছে। ২০২০ সাল থেকেই জুবেরের বিরুদ্ধে বিদ্বেষ ও ঘৃণা ছড়ানোর অভিযোগ রয়েছে। পুলিশের দাবি, পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করার পরই জুবেরকে গ্রেফতার করা হয়েছে। অল্ট নিউজের সহকারি প্রতিষ্ঠাতা প্রতীক সিনহা জানিয়েছেন, সোমবার দিল্লি পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়ে জুবেরকে গ্রেফতার করেছে। শুধু তাই নয়, জুবেরের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর-এর কপি চাওয়া হল দিল্লি পুলিশ দেবে না বলে জানিয়েছে। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার জুবেরকে আদালতে তোলা হবে। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে পুলিশি হেফাজতে নেওয়ার আরজি জানানো হবে ।

আরও পড়ুন- সোনিকা মৃত্যু মামলা: বিক্রমের আবেদন খারিজ হাইকোর্টে