চার মাস পেরিয়ে গিয়েছে অথচ যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। রাশিয়া(Russia) ও ইউক্রেনের(Ukraine) লাগাতার যুদ্ধে হাজার হাজার মানুষ প্রাণ খুইয়েছেন ইতিমধ্যেই। সেই ধারা জারি রয়েছে এখনও। সোমবার ইউক্রেনের শপিংমলে মিসাইল হামলায়(Missail Attack) প্রাণ হারালেন বহু মানুষ। জনবহুল ওই শপিং মলে এভাবে মিসাইল হামলায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রের খবর, ইউক্রেনের (Ukraine) পোলতাভা অঞ্চলের ক্রেমেনচুকে একটি শপিং মলে আছড়ে পড়ে একটি ক্ষেপণাস্ত্র। হামলায় নিহত অন্তত ১৬। আহত আরও ৩৪ জন। আহতদের অনেকেরই আঘাত গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। ইউক্রেনের তরফে স্পষ্টভাবে অভিযোগ জানানো হয়েছে, এই হামলা চালিয়েছে রাশিয়ার সেনা। যদিও পাল্টা রাশিয়ার বক্তব্য, তাঁরা সাধারণ মানুষের উপর আক্রমণ চালায় না। ইউক্রেনের তরফে জানানো হয়েছে, যে সময়ে এই হামলা চালানো হয় তখন ওই শপিংমলে হাজারের বেশি মানুষ ছিলেন।
গোটা ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন রাষ্ট্রসংঘের মুখপাত্র স্টেফান দুজারিচ। এই আক্রমণকে ‘যুদ্ধাপরাধ’ বলে তোপ দেগেছেন পোলতাভা অঞ্চলের প্রশাসনের প্রধান দিমিত্রো লুনিন। জানা গিয়েছে, যেখানে এই হামলা চালানো হয়, সেই শপিং মলটি রাশিয়ার সেনাবাহিনী নিয়ন্ত্রিত এলাকা থেকে প্রায় ৮১ মাইল দূরে। এর আগেও শহরটির তেল শোধনাগার ও অন্যান্য জায়গায় রুশ ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।













 

































































































































