গত শনিবার করোনায় ( Corona) আক্রান্ত হন ভারত (India) অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। তারপর থেকেই একটি প্রশ্ন ওঠে যে আদৌ কি ইংল্যান্ডের (England) বিরুদ্ধে পঞ্চম টেস্টে খেলবেন রোহিত? এই নিয়ে কিন্তু সমর্থকদের চিন্তা রয়েইছে। এই পরিস্থিতির মধ্যেই সমর্থকদের খুশির ইঙ্গিত দিলেন রোহিত। টিম হোটেলে আইসোলেশনে রয়েছেন হিটম্যান। আর আইসোলেশনে থাকাকালীন একটি ছবি শেয়ার করেন তিনি। যেখানে দেখা যাচ্ছে, থাম্বস আপ করে রোহিত হাসিমুখে নিজের ঘরে শুয়ে রয়েছেন। এবং এই ছবি দেখে কিছুটা নিশ্চিন্ত হয়েছে ভারতীয় সমর্থকরা। আর রোহিতের এই ইঙ্গিত থেকেই স্পষ্ট যে তিনি সুস্থ বোধ করছেন। এবং টেস্টের আগে ফিট হয়ে উঠবেন।
এদিকে রোহিতের শরীর কেমন আছে জানাল তাঁর একরত্তি মেয়ে সামাইরাও। এদিন সাংবাদিকরা তাকে রোহিত কোথায় জানতে চাইলে সামাইরা বলেন,”বাবা তো রুমে। বাবা করোনা পজিটিভ। তাই ঘরে থাকতে হবে। তাই যে কেউ একজন বাবার রুমে যেতে পারে।” এই ভিডিওটি সামাইরাকে মা রীতিকা সচদেব এবং ন্যানির সঙ্গে হোটেল থেকে বের হতে দেখা গিয়েছে। যা নিমিষেই ভাইরাল।
#RohitSharma Daughter #samaira Today at #Leicester How cute she is 😍😍 MY FATHER IS TAKING REST IN THE ROOM GOT #covidpositive @ritssajdeh @ImRo45 #ENGvIND @ITGDsports pic.twitter.com/Tbpu0HSUIQ
— Krish✊🇮🇳 (@Krishna19348905) June 27, 2022
আগামী ১ জুলাই থেকে শুরু হতে চলেছে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে।
আরও পড়ুন:প্রয়াত প্রাক্তন কিংবদন্তি হকি খেলোয়ড় বরিন্দর সিং