প্রয়াত প্রাক্তন কিংবদন্তি হকি খেলোয়ড় বরিন্দর সিং

0
5

প্রয়াত প্রাক্তন কিংবদন্তি হকি ( Hockey) খেলোয়ড় বরিন্দর সিং (Varinder Singh)। মঙ্গলবার জলন্ধরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অলিম্পিক্সে (Olympics) পদক জয়ী এই হকি খেলোয়াড়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫ বছর। ভারতীয় দলের হয়ে একাধিক সাফল্য রয়েছে প্রাক্তন এই হকি খেলোয়াড়ের ঝুলিতে। এদিন হকি ইন্ডিয়া টুইট করে বরিন্দর সিং-এর মৃত্যু বার্তা দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছে। বরিন্দরের প্রয়াণে শোকের ছায়া ক্রীড়া জগতে।

১৯৭২ সালে মিউনিখ অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন বরিন্দর সিং। ৭৬-এর মন্ট্রিয়াল অলিম্পিক্সেও ভারতীয় দলের সদস্য ছিলেন প্রাক্তন এই হকি তারকা। সাতের দশকে ভারতীয় হকি দলের অবিচ্ছেদ্য অঙ্গ ছিলেন বরিন্দর। ১৯৭৩ সালে আমস্টারডামে অনুষ্ঠিত হকি অলিম্পিক্সে রুপো জিতেছিলেন তিনি।১৯৭৫ সালে কুয়ালালামপুরে আয়োজিত হকি বিশ্বকাপে সোনা জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন বরিন্দর সিং। ২০০৭ সালে প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা পাতিলের হাত থেকে ধ্যানচাঁদ পুরস্কার পেয়েছিলেন তিনি।

আরও পড়ুন:India Team: ঠাসা সূচি ভারতের, প্রকাশিত হল নিউজিল্যান্ডের বিরুদ্ধে রোহিতদের সফর সূচি