‘তোমার পাশে আছি’, রেনুকে জড়িয়ে ধরে সাহস দিলেন মুখ্যমন্ত্রী

0
4

নার্সের চাকরি পাওয়ার অপরাধে স্বামী হাত কেটে দিয়েছিল । আর সোমবার মুখ্যমন্ত্রী সেই রেনুকেই বুকে জড়িয়ে ধরে সাহস দিলেন, লড়াই চালিয়ে যাও , তোমার পাশে আছি। সোমবার বর্ধমানের গোদার হেল্থ সিটির মাঠে মুখ্যমন্ত্রীর সভায় উপস্থিত ছিলেন রেণু। সভা শুরুর আগে মমতার সঙ্গে দেখা করেন তিনি। জানা গিয়েছে মুখ্যমন্ত্রীর পা ছুঁয়ে রেনু খাতুন আশীর্বাদ চাইতে গিয়েছিলেন। সেই সময় মুখ্যমন্ত্রী তাঁকে জড়িয়ে ধরে বলেন, ‘‘অনেক বড় হও। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ।’’ মুখ্যমন্ত্রীর সঙ্গে কিছু ক্ষণের আলাপে মুগ্ধ রেণু। তিনি জানান, তাঁর পরবর্তী চিকিৎসার ভার রাজ্য সরকার গ্রহণ করেছে। কব্জি কেটে নেওয়ার ঘটনায় জড়িতরা যাতে কোনও ভাবেই না ছাড়া পায় সেই দিকটিও পুলিশ সুপারকে দেখার জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এর আগেও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করেছিলেন রেনু । আর এদিন সেই সুপ্ত ইচ্ছে পূরণ হওয়ায় আপ্লুত রেণু। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সকলের সামনেই জড়িয়ে ধরেন রেনুকে। বললেন, লড়াই চালিয়ে যাও। জীবনে এগিয়ে যাও। আমরা তোমার পাশে আছি।