শ্রীলঙ্কাকে (Srilanka) হোয়াইটওয়াশ করা হল না ভারতের (India)। তিন ম্যাচের টি-২০ সিরিজের শেষ ম্যাচে ৭ উইকেটে হারল হরমনপ্রীত কৌরের দল। যদিও এক ম্যাচ বাকি থাকতে সিরিজ পকেটে পুরেছিল টিম ইন্ডিয়া। সিরিজের ফলাফল ২-১।

ম্যাচে এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হরমনপ্রীত। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৮ রান তোলে ভারতের প্রমিলা ব্রিগেড। ভারতের হয়ে ৩৯ রান করেন অধিনায়ক হরমনপ্রীত। ৩৩ রান করেন রডরিগেজ। ২২ রান মেঘনা। ২২ রান করেন স্মৃতি মান্ধনা।
জবাবে ব্যাট করতে নেমে ১৭ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৪১ রান তুলে ম্যাচ জিতে যায় লঙ্কানরা। ১৮ বল বাকি থাকতে ম্যাচ জিতে সিরিজ হারের ব্যবধান কমিয়ে ১-২ করে শ্রীলঙ্কা। লঙ্কানদের হয়ে দুরন্ত ইনিংস খেলেন আতাপাত্তু। তিনি ১৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৮ বলে ৮০ রানের ঝকঝকে ইনিংস খেলেন। ভারতের হয়ে একটি করে উইকেট নেন রেনুকা সিং এবং রাধা যাদব।
আরও পড়ুন:কমনওয়েলথ গেমসের জন্য মহিলা হকি দল ঘোষণা করল ভারতীয় হকি ফেডারেশন



















































































































































