রবিবার আয়ারল্যান্ডের (Ireland) বিরুদ্ধে সহজ জয় পেয়েছে ভারত (India)। আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারায় হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) দল। আর এই জয় পেয়ে খুশি হার্দিক। বলেন, জয় দিয়ে শুরু করতে পারা সবসময়ই গুরুত্বপূর্ণ।

রবিবার বৃষ্টির জন্য ১২ ওভারে হয় ম্যাচ। প্রথমে ব্যাট করে ১০৮ রান তোলে আয়ারল্যান্ড। ৭ উইকেট হাতে নিয়ে সেই রান তুলে নেয় টিম ইন্ডিয়া । আর অধিনায়ক হিসাবে প্রথম ম্যাচে এই জয় পেয়ে খুশি ভারত অধিনায়ক। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন,” জয় দিয়ে শুরু করতে পারা সবসময়ই গুরুত্বপূর্ণ। এতে দলের মানসিক দিকও ভালো থাকে।”
এদিকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হয় উমরান মালিকের। তবে এই ম্যাচে মাত্র এক ওভার বল করানো হয় উমরানকে দিয়ে। এই নিয়ে হার্দিক বলেন,” প্রথম ওভারের পর ওর সঙ্গে কথা বলেছি। ও পুরনো বলে বেশি স্বচ্ছন্দ। আয়ারল্যান্ড দুর্দান্ত ব্যাটিং করছিল। তাই ওকে পরে আর আক্রমণে আনার সুযোগ হয়নি। ও আরও সুযোগ পাবে।”

এদিকে ভারতের অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই নজির গড়লেন হার্দিক পান্ডিয়া। টি-২০ ম্যাচে প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে উইকেট নিলেন তিনি।
আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস




















































































































































