সরকারি কাজে সাধারণ মানুষের হয়রানি একেবারেই না-পসন্দ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee)। আর তাই সরকারি মান্ডিতে ধান বিক্রি করতে আসা কোনও কৃষক(Farmer) যদি এই ধরনের হয়রানির শিকার হন তাহলে থানায় গিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিলেন মমতা। সোমবার বর্ধমানে মাটি উৎসবের(Mati utsab) সূচনা করে মুখ্যমন্ত্রী চাষিদের স্পষ্টভাবে জানিয়ে দিলেন যদি কেউ আপনাদের ফিরিয়ে দেয় তাহলে সরাসরি থানায় অভিযোগ দায়ের করবেন।
এদিন বর্ধমানের সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “ধান বিক্রি করতে আসা কৃষকদের ঘোরানো হচ্ছে। আমার কাছে খবর আসছে। আমি কৃষকদের বলে যাচ্ছি যারা এরকম করছে, তাঁদের বিরুদ্ধে থানায় গিয়ে এফআইআর করুন। বিডিও-র কাছে গিয়ে অভিযোগ জানান।” পাশাপাশি এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখার জন্য পুলিশ সুপার ও জেলাশাসককেও কড়া নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী বলেন, “আমার কাছে খবর আছে ওজনে ফাঁকি দেওয়া হচ্ছে। কৃষক মান্ডিতে আসা কৃষকদের হয়রান করছে কেউ কেউ। ঘোরাচ্ছে। আমি বলে যাচ্ছি, সোজা থানায় বা বিডিওর কাছে কমপ্লেন করুন। বিডিওদেরও বলছি, সঙ্গে সঙ্গে যেন অ্যাকশন নেওয়া হয়।”
উল্লেখ্য, সোমবার পূর্ব বর্ধমানে মাটি উৎসবের উদ্বোধনে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখান থেকেই এদিন কৃষক বন্ধু প্রকল্পের সুচনা করেন তিনি। অনুষ্ঠান মঞ্চ থেকেই সোমবার ৮৯ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেন ১০ হাজার টাকা করে মোট ২৩৮৫ কোটি টাকা।