বিক্ষোভ -প্রতিবাদ সত্ত্বেও অগ্নিবীর হতে চেয়ে ৫৬,৯৬০ টি আবেদন জমা পড়ল 

0
3

দেশজুড়ে বিক্ষোভ -প্রতিবাদ- ভাঙচুর সবকিছুর মধ্যেও অগ্নিবীর হতে চেয়ে আবেদন জমা পড়েছে ৫৬,৯৬০ টি। ভারতীয় বিমান বাহিনী জানিয়েছে, অগ্নিপথ যোজনা ২০২২ এর মাধ্যমে ( Indian Air Force) IAF- এর নিয়োগ শুরু হয়েছিল গত ২৪ জুন। তারপর থেকে মাত্র ৩ দিনে অর্থাৎ ২৭ জুনের হিসাব অনুযায়ী আবেদন জমা পড়েছে ৫৬,৯৬০ টি। ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে agnipathvayu.cdac.in- ওয়েবসাইটে গিয়ে অগ্নিপথ নিয়োগের জন্য আবেদন জানাতে হবে। নিয়োগ প্রক্রিয়া, প্রশিক্ষণ, পরিষেবার, আর্থিক প্যাকেজ এবং প্রকল্পের অন্যান্য নানা সুবিধা সম্পর্কিত সব তথ্য ওয়েবসাইটে দেওয়া আছে বলে জানিয়েছে আইএএফ। ৫ জুলাই অগ্নিপথের রেজিস্ট্রেশন শেষ হবে।

এই প্রকল্পের অধীনে যুবকদের চার বছরের মেয়াদে নিয়োগ করা হবে। তারপরে ২৫ শতাংশকে সেনাবাহিনীতে পুনরায় নিয়োগ করা হবে । আর বাকি ৭৫ শতাংশকে স্বেচ্ছা অবসর দেওয়া হবে।

যদিও সশস্ত্র বাহিনীর তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে হিংসাত্মক কার্যকলাপের যুক্ত কাউকে এই অগ্নিপথ প্রকল্পে সুযোগ দেওয়া হবে না । চাকরির শুরুতেই পুলিশ ভেরিফিকেশন হবে। সেখানে যদি কেউ তথ্য গোপন করে তাহলে শাস্তিমুলক পদক্ষেপ নেওয়া হতে পারে।

বিক্ষোভ -প্রতিবাদ সত্ত্বেও অগ্নিবীর হতে চেয়ে
৫৬,৯৬০ টি আবেদন জমা পড়ল

দেশজুড়ে বিক্ষোভ -প্রতিবাদ- ভাঙচুর সবকিছুর মধ্যেও অগ্নিবীর
হতে চেয়ে আবেদন জমা পড়েছে ৫৬,৯৬০ টি। ভারতীয় বিমান বাহিনী জানিয়েছে, অগ্নিপথ যোজনা ২০২২ এর মাধ্যমে ( Indian Air Force) IAF- এর নিয়োগ শুরু হয়েছিল গত ২৪ জুন। তারপর থেকে মাত্র ৩ দিনে অর্থাৎ ২৭ জুনের হিসাব অনুযায়ী আবেদন জমা পড়েছে ৫৬,৯৬০ টি। ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে
agnipathvayu.cdac.in- ওয়েবসাইটে গিয়ে অগ্নিপথ নিয়োগের জন্য আবেদন জানাতে হবে। নিয়োগ প্রক্রিয়া, প্রশিক্ষণ, পরিষেবার, আর্থিক প্যাকেজ এবং প্রকল্পের অন্যান্য নানা সুবিধা সম্পর্কিত সব তথ্য ওয়েবসাইটে দেওয়া আছে বলে জানিয়েছে আইএএফ। ৫ জুলাই অগ্নিপথের রেজিস্ট্রেশন শেষ হবে।
এই প্রকল্পের অধীনে যুবকদের চার বছরের মেয়াদে নিয়োগ করা হবে। তারপরে ২৫ শতাংশকে সেনাবাহিনীতে পুনরায় নিয়োগ করা হবে । আর বাকি ৭৫ শতাংশকে স্বেচ্ছা অবসর দেওয়া হবে।

যদিও সশস্ত্র বাহিনীর তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে হিংসাত্মক কার্যকলাপের যুক্ত কাউকে এই অগ্নিপথ প্রকল্পে সুযোগ দেওয়া হবে না । চাকরির শুরুতেই পুলিশ ভেরিফিকেশন হবে। সেখানে যদি কেউ তথ্য গোপন করে তাহলে শাস্তিমুলক পদক্ষেপ নেওয়া হতে পারে।