ভালো নেই তরুণ মজুমদার, রয়েছেন ভেন্টিলেশনে

0
1

ভালো নেই তরুণ মজুমদার।শরীরিক অবস্থা সঙ্কটজনক বর্ষীয়ান চিত্র পরিচালকের। ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে। বর্ষীয়ান চিত্র পরিচালকের সুস্থ করে তুলতে বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।তাঁর আরোগ্য কামনা করছেন গোটা টলিউড সহ তাঁর ভক্ত ও অনুরাগীরা।


আরও পড়ুন: আকাশে উড়তেই তড়িঘড়ি নামানো হল যোগীর চপার! কেন?


দিনকয়েক ধরেই এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন তরুণ মজুমদার। চিকিৎসকরা জানিয়েছেন, স্থিতিশীল হলেও তরুণবাবুর অবস্থা সঙ্কটজনক। শুক্রবার রাত থেকে মস্তিষ্কের সাড়া দেওয়ার ক্ষমতা আরও কমে গিয়েছে। শুক্রবার অবধি ভেন্টিলেশনে ঢোকানো আটকে রাখা হয়েছিল, তবে শনিবার দিতেই হয়েছে ভেন্টিলেশন সাপোর্টে।

বৃহস্পতিবার তাঁর হিমোডায়ালিসিস করার সিদ্ধান্ত নিয়েছিলেন মেডিক্যাল বোর্ডের চিকিৎসকেরা। তবে মাত্র ২ ঘণ্টা ডায়ালিসিস করা সম্ভব হয়েছিল। শুক্রবার চার ঘণ্টা পূর্ণমাত্রায় ডায়ালিসিস হয়। ক্রিয়েটিনিনের মাত্রা কমলেও, তা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। সেপটিসেমিয়াতেও আক্রান্ত তরুণ মজুমদার। সেটারও চিকিৎসা চলছে। তবে আপাতত বাইরে থেকে রক্ত দেওয়ার প্রয়োজন হচ্ছে না বলেই জানা গিয়েছে। ইতিমধ্যেই তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিংবদন্তি পরিচালকের সুস্থতার কামনায় গোটা বাংলা-সহ গোটা দেশের মানুষ।