আকাশে উড়তেই তড়িঘড়ি নামানো হল যোগীর চপার! কেন?

0
4

বারাণসী এসেছিলেন জরুরি কাজে। কাজ শেষে রবিবার বারাণসীর পুলিশ লাইন থেকে যোগী আদিত্যনাথ রওনা হন লখনউয়ের উদ্দেশে। কিন্তু মাঝ আকাশে উড়তেই জরুরি অবতরণ করাতে হয় তাঁর চপার। কারণ মাঝ আকাশে আচমকাই পাখির ধাক্কা লাগে যোগীর চপারে। দুর্ঘটনা ঘটার উপক্রম হওয়াতেই ঝুঁকি না নিয়ে বারাণসীতেই অবতরণ করানো হয় তাঁর চপারের। পরে তাঁর জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়৷।


আরও পড়ুন:আজ ত্রিপুরা উপনির্বাচনের ফলাফল


প্রশাসনিক কাজে বারাণসীতে গিয়েছিলেন যোগী। শনিবার সার্কিট হাউসেই ছিলেন তিনি। রবিবার লখনউয়ে ফেরার কথা ছিল। কিন্তু বিপত্তি ঘটায় তিনি বারাণসী থেকে ৩২ কিলোমিটার দূরে বাবাতপুরের লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন গাড়িতে। ওই রাস্তাটুকু গাড়িতে গিয়ে সেখান থেকে বিশেষ বিমানে লখনউয়ের উদ্দেশে রওনা হন যোগী।