পাহাড়ে জিটিএ নির্বাচনের পাশাপাশি আজ সমতলের মোট ৬টি ওয়ার্ডে ভোটগ্রহণ। এর মধ্যে দমদম পুরসভার ৪ নম্বর ওয়ার্ড, দক্ষিণ দমদম পুরসভার ২৯ নম্বর ওয়ার্ড, ভাটপাড়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ড, চন্দননগর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে ভোট হচ্ছে। পুরভোটের সময় এই ৪টি ওয়ার্ডে নির্বাচন স্থগিত হয়ে যায়। অন্যদিকে ঝালদার ২ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু ও পানিহাটির ৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুন হওয়ায়, এই ২টি ওয়ার্ডে উপনির্বাচনের চলছে।

আরও পড়ুন:পাহাড়ে আজ জিটিএ নির্বাচন, শুরু ভোটগ্রহণ
ঝালদায় এবার তপনের ওয়ার্ডে কংগ্রেসের প্রার্থী হয়েছেন তাঁরই ভাইপো মিঠুন কান্দু। তাঁকে সমর্থন করেছে ফরওয়ার্ড ব্লক। তৃণমূলের হয়ে লড়বেন জগন্নাথ রজক। বিজেপির হয়ে লড়বেন পরেশচন্দ্র দাস।অন্যদিকে পানিহাটিতে তৃণমূলের টিকিটে লড়ছেন নিহত কাউন্সিলর অনুপম দত্তর স্ত্রী মীনাক্ষী দত্ত।



অশান্তি এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে ভোটকেন্দ্রগুলিকে।












































































































































