উত্তরবঙ্গের পাঁচ জেলায় প্রবল বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে হালকা থেকে মাঝারি

0
1

বন্যা বিপর্যস্ত উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস। রবিবার থেকে পরপর কয়েক দিন টানা ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। তুলনায় দক্ষিণবঙ্গে বর্ষা অত্যন্ত দুর্বল। আগামী চার দিন ভারী বৃষ্টি বা একটানা বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উপকূলের জেলা এবং উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে। কিন্তু কলকাতা এবং তৎসংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তাও খুব বেশি পরিমাণে নয়। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। ফলে ভ্যাপসা গরম ও গুমোট আবহাওয়ায় অস্বস্তিতে ভুগতে হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ বাসীকে।

শনি ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের পাঁচ জেলায়। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে অতি ভারী বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা কোচবিহার এবং আলিপুরদুয়ারে। অর্থাৎ ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং । মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।